আমাদের দেশে এখনও গাড়ি একটা বিলাসবহুল ব্যাপার হওয়ার সবার একটা গাড়ি কেনার ড্রিম থাকে। দেশের হাই ট্যাক্সের কারনে মানুষ ব্রান্ড নিউ গাড়ি কিনতে চাইলেও পারেনা, তারউপর ব্যান্ড নিউ গাড়ির মডেল পাওয়া যায় খুব অল্প। মাঝে মাঝে এমন অবস্থা হয় দেখা যায় ওই বাজেটে মাত্র একটাই অপশন
আছে! তাই মানুষ যায় জাপানি রিকন্ডিশন গাড়ির দিকে। এউ গাড়িগুলো খুব রিলায়েবল,দামেও অনেক কম, ভ্যারাইটিও প্রচুর। জাপানিজ হোম মডেল বা জেডিএম মার্কেটের গাড়ি হওয়ার কারনে লংজিবিটিও হয় ইভেন ব্রান্ড নিউ গাড়ি থেকেও ভাল, কারন জাপানিরা নিজেদের জন্য খারাপ গাড়ি বানায় না। রিকন্ডিশন গাড়ি হওয়ায় অনেকে কনফিউজড হয়ে যান কিভাবে কি করবেন, যাহোক আজকে কিছু টিপস দিচ্ছি যেগুলো আপনার রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে মাথায় রাখা দরকার।

বাজেট: সবার আগে আসে বাজেটের কথা, আমরা একটা গাড়ি কিনতে গেলেই প্রথম কাজটা হল বাজেট ফিক্সড করা। যেহেতু রিকন্ডিশন কিনবেন তাই বাজেটের ১-২ লাখ টাকা কমবেশী হতে পারে এটা চিন্তা করেই বাজেট ঠিক করুন। এবার দেখুন আপনার বাজটে সবথেকে ভাল গাড়ি কোনটা। দু একটা পছন্দ হয়ে গেলে কম্পেয়ার করেন কোনটার ফুয়েল ইকোনমি ভাল, কোনটার রুম স্পেস বেশী(এটা খুব দরকার), কোনটা আপনাকে বেশী কমফোর্ট অপশন দিচ্ছে।

মাইলেজ: গাড়ি পছন্দ হয়ে গেলে নজর দিন মাইলেজে, কখনোই হাই মাইলেজের গাড়ি কিনবেন না। সর্বোচ্চ ৫০ হাজার পর্যন্ত যান। যত মাইলেজ বেশী হবে গাড়ি তত বেশী চলছে,গাড়ির ইন্টারনাল পার্টসের মেয়াদ তত বেশী কমে আসছে। যদি প্রপার মাইলেজের গাড়ি কিনতে পারেন আপনার আগামী ২-৩ বছরেও গ্যারেজে যেতে হবেনা।

ইম্পোর্টার: এটাও বড় একটা ফ্যাক্ট গাড়িটা কোন ইম্পোর্টারের থেকে কিনছেন। এমন কারও কাছ থেকে গাড়ি কিনেন যাদের হিস্টোরি ভাল, ইউজার রিভিও ভাল, যারা গাড়ি নিয়ে সবধরনের কথা অকপটে শেয়ার করে, যাদের কাছে গাড়ি নিয়ে হেল্প পাওয়া যায়। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি গাড়ি সম্পর্কে যাদের ভাল আইডিয়া আছে। একটা আইআরসি করে গাড়ি যে কেউ আনতে পারে কিন্তু গাড়ির খুঁটিনাটি বোঝার ক্ষমতা সবার থাকেনা।

আফটার সেল সার্ভিস: গাড়ি নিয়ে আসার পর থেকে শুরু হয় আফটার সেল সার্ভিসের খেলা। এমন ইম্পোর্টার নিশ্চিত করুন যারা ক্লায়েন্টদের ভাল আফটার সেল সার্ভিস দেয়। যারা নিউ ক্লায়েন্টস হ্যাপী রাখতে আপনার খবর রাখেনা ওইসব ইম্পের্টার এভয়েড করুন।

যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন কিন্তু হাজার হাজার ইম্পোর্টারের সাজেশন, শো-রুমের সাজেশানের ভিড়ে কনফিউজড আশাকরি তাদের হেল্প হবে। কোন ব্যাপার না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল CarHub BD [ Official ] গ্রুপে পোস্ট করে দিন আমরা সেখানে রিপ্লে দিব।

Written By: Tansir Sharfuddin