Sports Utility Vehicle বা সংক্ষেপে SUV।
এটা গাড়ির একধরনের বডি সেগমেন্টের নাম বা গাড়ির বডি ডিজাইন ল্যাংগুয়েজের একটা ক্লাসিফিকেশন।
অন্যান্য গাড়ি থেকে মানুষ একে একটু আলাদা করে চিনে মূলত এর কিছু অফ-রোড বৈশিষ্ট্যের জন্য। যেমন,

* উচু গ্রাউন্ড ক্লারেন্স বা রাস্তার তল থেকে গাড়ির বডি নিচের অংশের মধ্যবর্তী উচ্চ দূরত্ব।
* অব্যশই ফোর-হুইল ড্রইভ অপশন।
* খুব ভাল মানের টায়ার এবং সাসপেনশনের নিশ্চয়তা।
* কমফোর্টের জন্য দরকারি সব ফিচার অব্যশই থাকবে।
* শক্তপোক্ত মেটাল বডি, যেন হালকা আঘাতে যাত্রীর ক্ষতি না হয়।
* বেশ বড়সড় লাগেজ স্পেস।
* সবার শেষে যেটা আমরা সবাই চাই; দেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোন রাস্তায় আরামদায়ক চলার শতভাগ নিশ্চয়তা।

এসব বৈশিষ্ট্যের জন্যই মূলত একে অন্যান্য গাড়ি থেকে আলাদা করে আপনার নজর কাড়ে!
আরও একটা পার্থক্য থাকে সেটা হল, অন্যান্য গাড়ি থেকে SUV এর চেসিস কিছুটা শক্তপোক্ত হয়। তাছাড়া যে কোন রোডে চলার জন্য এর বিশ্বস্ততা, ফোর হুইল ড্রাইভে ইচ্ছেমতো ড্রিফট!
সাথে আরামদায়ক এক ভ্রমণের নিশ্চয়তা।

পৃথীবিতে মোট গাড়ির বড় একটা অংশজুড়ে SUV এর শক্ত অবস্থান। দিনদিন এর জনপ্রিয়তা বাড়ছেই তার স্বতন্ত্র বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে।
বাংলাদেশেও প্রচুর পরিমাণ SUV বিক্রি হচ্ছে। তাছাড়া দেশের রোড কন্ডিশনের জন্য এটাই পারফেক্ট সেগম্যান্ট ধরা হয়।

ভাবছেন নাকি একটা কেনার জন্য বা পুরোনো সেডান ফেলে একটা SUV নেওয়ার জন্য!