১। লুব্রিকেন্ট কি?

যে কোন মুভিং পার্টস এই ঘর্ষণ হয়, আর ঘর্ষণ এর ফলে ক্ষয় তো হবেই যেটাকে বলা হয় (wear and tear) এই wear and tear কমানোর জন্য আমরা যা ব্যবহার করি তাই হল লুব্রিকেন্ট । তার মানে হল ঘর্ষণ এর ফলে ক্ষয় কমানোর জন্য
( বন্ধ করার জন্য না কিন্তু, এইটা সম্ভব না) আমরা যা ব্যবহার করি তাই লুব্রিকেন্ট।

 

 

২। লুব্রিকেন্ট কেনো ব্যবহার করা হয় ?

১) ঘর্ষণ তো কমাই আগেই জানলাম,
2) তাহলে ঘর্ষণ কমলে স্মুথনেস বাড়ে এই আর একটা,
৩) স্মুথনেস বাড়লে পাওয়ার লস কম হয়।

৪) পাওয়ার তো তাপ হিসাবে লস হয় তাই পাওয়ার লস যেহেতু কমায় তার মানে তাপ কম বের হয় মানে লুব্রিকেন্ট কুলিং এর কাজ ও করে ।
৫) এত কিছু করলে গাড়ির খরচ পাঁতি ও কমে মানে মেইনটেনেন্স খরচ কমে যায়।