গাড়ি নিয়ে লং ট্যুর করতে গেলে যে ব্যাপার গুলো মাথায় রাখতে হবে।
মাঝেমাঝে আমাদের দূরে কোথাও গাড়ি নিয়ে লং ট্যুর দিতে ভাল লাগে। প্রত্যেক লং ট্যুরের আগে বেসিক কিছু চেকআউট এর ব্যাপার থাকে যেগুলো আপনাকে চেক করতেই হবে না হয় মাঝ রাস্তায় ঝামেলায় পড়তে পারেন।

★ লং টুরের জন্য প্রথমত গাড়ি সার্ভিস করাতে হবে।যেমনঃ চাকার প্রেসার পরিমান মত আছে কি না, সামনে/পেছনে চাকার ব্রেক ঠিক আছে কিনা, হর্ন ঠিক আছে কিনা, গাড়ির হেড লাইট,সিগনাল লাইট ব্যাক লাইট,লুকিং গ্লাস ঠিক আছে কিনা, ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে কিনা,ইত্যাদি ইত্যাদি চেকআপ করে নেই এবং ভাল মানের অকটেন দিয়ে ফুয়েল ট্যাংক ফুল করে রাখবেন।

★প্রয়োজনীয় জিনিস পত্র, যেমনঃ প্যান্ট,শার্ট,টি শার্ট,থ্রি কোয়াটার প্যান্ট,স্যান্ডেল,টুথব্রাশ,টুথপেষ্ট,ফোনের চার্জার,ফাস্ট এইড কিট সহ নিত্য প্রয়োজনীয় সব ব্যাগপ্যাক গুছিয়ে রাখবেন।

★ ট্যুর দেওয়ার আগে ম্যাপে দেখে নিবেন যাত্রাপথে কোথায় কোথায় ফুয়েল স্টেশন আছে। এতে ধারনা চলে আসবে কখন কোথায় রি-ফুয়েল করতে হবে।

★টুর শুরুর আগের রাত্রিতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন , যাতে করে লং ট্যুরেও ক্লান্তি না আসে।

★ অবস্থায় দিনে অথবা রাতে যখনই হোক না কেন,চেষ্টা করবেন নিজেকে অন্য যানবাহন,

যেমনঃ বাস,ট্রাক,পিকাপ,মটরসাইকেল,সিএনজি,অটোরিক্সা ইত্যাদি ইত্যাদির চালকদের নজরে নিয়ে আসতে। এতে করে দূর্ঘটনার হার অনেক কমে যায়।

★ সবসময় বাইক নিজের গাড়ির যতটুকু আছে তার মধ্যে রাখার চেষ্টা করবেন সেটা কম গতিতে হোক বা বেশি গতিতেই হোক।

নিজের সীমা ক্রস করে কখনো আরেকটা গাড়ির সাথে রেস লাগাতে যাবেন না।

★আপনার স্পীডের চেয়ে যদি অন্য কোন গাড়ির স্পীড বেশি থাকে তবে তাকে পর্যাপ্ত জায়গা ছেড়ে দেই আগে চলে যাবার জন্য।

কখনও মাথা গরম করে রেস করবেন না ।মাথায় রাখবেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না।

★যতক্ষন রাইডে থাকবেন দরকার না হলে গ্লাস নামাবেন না। চেষ্টা করবেন সব সবসময় এসি অন করে চালাতে।

★ প্রতি ৫০ থেকে ১০০ কিঃমিঃ এর পর ব্রেক নিতে পারেন। বিলিভ মি এটা অনেক রিফ্রেশ রাখবে আপনাকে।

★সবসময় সাথে ইমারজেন্সী ফাস্ট এইড কিট সাথে রাখুন। যে কোন সময় দরকার হতে পারে।

গাড়ি নিয়ে আড্ডা দিতে, আপনার নিজের এক্সপেরিএন্স সবার সাথে শেয়ার করতে জয়েন হোন আমাদের গ্রুপে CarHub BD [ Official ]