গাড়ির ১২ ভোল্ট ব্যাটারি বসে গেলে (ডেড হয়ে গেলে) গাড়ি স্টার্ট নেবে না এটাই স্বাভাবিক। তখন আমাদের করণীয় কি?

প্রথমে গাড়ি স্টার্ট দেবার ব্যাবস্থা করতে হবে। তারপরে দেখতে হবে চেক করে, ব্যাটারি কেন বসে গেল। ব্যাটারি কি নষ্ট হল, নাকি কোন এক্সেসরিজ অন রাখার কারণে ব্যাটারির চার্জ শেষ হল। নষ্ট হলে নতুন কিনতে হবে, আর নষ্ট না হলে চার্জ দিলেই আবার আগের মতন হয়ে যাবে।

তো কিভাবে ডেড ব্যাটারি গাড়ি স্টার্ট করতে পারি?

আমাদের এক্ষেত্রে অবশ্যই অন্য একটি গাড়ির সাহায্য নিতে হবে। আর তা না হলে জাম্প স্টার্ট ব্যাটারির সাহায্য নিতে হবে (দোকানে কিনতে পাওয়া যায়)।

দুই ক্ষত্রেই একটা জাম্প স্টার্ট কেবল লাগবে। কিভাবে কানেক্ট করব তা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে কানেক্ট করতে না পারলে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। নিচে ধাপে ধাপে কি করতে হবে দেওয়া হল।

(এখানে যে গাড়ির ব্যাটারি বসে গেছে তাকে ডেড কার/গাড়ি এবং তার ব্যাটারিকে ডেড ব্যাটারি বলা হচ্ছে। যে গাড়ির সাহায্য নেব, তাকে এলাইভ কার/গাড়ি এবং তার ব্যাটারিকে এলাইভ ব্যাটারি বলা হচ্ছে। জাম্প স্টার্ট ব্যাটারিকেও এলাইভ ব্যাটারি বলা হচ্ছে। আমাদের কাছে ২ টা কেবল থাকতে হবে জাম্প স্টার্ট এর জন্য। ধরে নিচ্ছি একটা কেবল লাল, আরেকটা কাল।)

১। প্রথমে ডেড কার আর এলাইভ কার কাছাকাছি আনব যাতে দুইটা ব্যাটারি জাম্প স্টার্ট কেবল দিয়ে কানেক্ট করা যায়।

২। এলাইভ কারের ইঞ্জিন বন্ধ করে দেব।

৩। লাল কেবল ডেড ব্যাটারির পজিটিভ টার্মিনালে প্রথমে কানেক্ট করব।

৪। লাল কেবল এর আরেক মাথা এলাইভ ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেক্ট করব।

৫। কাল কেবল এলাইভ ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কানেক্ট করব।

৬। কাল কেবল ডেড কারের বডি তে কানেক্ট করব।

৭। এবার এলাইভ গাড়ি স্টার্ট দিব।

৮। ১-২ মিনিট অপেক্ষা করব।

৯। ডেড গাড়ি স্টার্ট দেব।

৬, ৫, ৪, ৩ এই ক্রমানুসারে কেবল খুলে ফেলব।

১০। ডেড গাড়ি থেকে কাল কেবল খুলব। এলাইভ গাড়ি থেকে কাল কেবল খুলব। এলাইভ গাড়ি থেকে লাল কেবল খুলব।

সবার শেষে ডেড গাড়ি থেকে লাল কেবল খুলে ফেলব।

নিচে কমেন্টে ভিডিও লিংক দেওয়া হলো।

আর হাইব্রিড গাড়ি জাম্প স্টার্ট মেথডে স্টার্ট দেওয়া যায় না বলে অনেকে ধারণা পোষণ করেন। এ ধারণা সম্পূর্ণ বেঠিক। অবশ্যই যেকোন হাইব্রিড গাড়ি জাম্প স্টার্ট মেথডে স্টার্ট দেওয়া যায়।