বিশ্বের অন্যন্য দেশের মত আমাদের দেশেও যানবাহনে LPG ব্যবহার শুরু হয়েছে। সরকার কর্তৃক যানবাহনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত , এলপিজি আমদানিকারকদের সরকারি সুবিধা এবং এই সেক্টরে বিনিয়োগ , CNG পাম্পে গ্যাসের কম চাপ পাম্পে লম্বা সিরিয়াল এবং CNG ব্যবহারে গাড়ির বিভিন্ন ক্ষতির প্রেক্ষিতে দিন দিন LPG ব্যবহারের জনপ্ৰিয়তা বাড়ছে।

LPG কি এবং এর ব্যবহারের সুবিধা :

LPG convarted Allion Engine
LPG convarted Allion Engine
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এল.পি.জি (Liquefied Petroleum Gas/LPG) প্রধানত প্রপেন এবং বুটেন গ্যাসের একটি মিশ্রণ যা গাড়ীর জ্বালানী হিসেবে ব্যবহার উপযোগী।
LPG মূলত একটি By-Product যা সংগ্রহ করা হয় oil extraction (66%) এবং oil refining (34%) থেকে।
পরিবহনে সুবিধা এবং বিবিধ ব্যবহারপুযোগী হওয়ায় LPG ব্যবহারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ।
এলপিজি রয়েছে উচ্চ অকটেন রেটিং(RON 102-108) যা ইঞ্জিনের অভ্যন্তরীণ কম্বাশন শক্তিশালী করে এবং অল্প খরচে অধিক পাওয়ার উৎপন্ন করে।
Programmable ECU থাকায় এবং প্রতি সিলিন্ডারে আলাদা আলাদা ইনজেকটর ব্যবহার করায় মাইলেজ এবং পারফর্মেন্স বৃদ্ধি পায় এবং ইঞ্জিনের স্থায়িত্ব বাড়ে।
Principal Component of Sequential LPG system
CNG এর মত ইঞ্জিনে কার্বন জমায় না, Heat বাড়ায় না ফলে ইঞ্জিনের কোন ক্ষতি হয় না এবং মেইনটেইনেন্স খরচ কমে।
যেহেতু LPG এর এনার্জি লেভেল Octane এর প্রায় সমান এবং Tuning করা হয় software এর মাধ্যমে তাই ইঞ্জিনে কোন Power Loss,knocking বা Misfire হয়না এবং রেগুলার Plug এবং Air Filter পরিবর্তন করতে হয় না।
LPG তরল হওয়ায় সিলিন্ডারের ফিলিং ক্যাপাসিটি বেশি হয়
(LPG সিলিন্ডারে ফিলিং ক্যাপাসিটি 80% একটি 60 লিটার LPG সিলিন্ডারের 48 লিটার থেকে 50 লিটার LPG ফিলিং করা যায়।
যেখানে CNG সিলিন্ডারে ক্যাপাসিটি 25% মানে 60 লিটারের ট্যাংকে CNG ফিলিং করা যায় সর্বোচ্চ 15 মিঃকিউব পরিমানটা পাম্পের প্রেশার কম থাকলে আরো কমে )
ফলে বারবার ফিলিং স্টেশনে যাওয়ার ঝামেলা নেই এবং যেহেতু ফিলিংয়ে সময় কম লাগে তাই লাইন বা সিরিয়ালের ঝামেলা নেই ।
দেশে বর্তমানে 45 এবং ঢাকায় 5 টি LPG ফিলিং স্টেশন রয়েছে।
CNG এর স্ট্যান্ডার্ড স্টোরেজ প্রেশার 2900-3000psi যেখানে LPG এর প্রেশার মাত্র 220-320psi প্রেশার কম থাকায় সিলিন্ডার বিস্ফোরণের সম্ভবনা অনেক কম
এল.পি.জি দহনের ফলে সৃষ্ট বায়ু দূষণের মাত্রা এবং কঠিন বর্জ্যের পরিমাণ অত্যন্ত কম হয়।
LPG এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনি LPG তে অকটেন এর প্রায় সমান (85-90%)মাইলেজ এবং পারফর্মেন্স পাচ্ছেন কিন্তু অকটেন 89 টাকা লিটার LPG 50 টাকা।
Tire shape LPG fuel tank
Tire shape LPG fuel tank
Drum shape LPG fuel tang
Drum shape LPG fuel tang