CC/ সিসি কথাটা মোটরযানের বেলায় আমরা অহরই শুনে থাকি। অমুক বাইক অত সিসি, তমুক বাইক অত সিসি। ওই গাড়িটা এত সিসি, সেই গাড়িটা অত সিসি। কিন্তু এই সিসি টা কি? অনেকেই সিসি শব্দটা না জেনেই কিন্তু ব্যবহার করে, বা এর প্রতি প্রতিক্রিয়া দেখায়।

সহজ কথা সিসি বা CC হচ্ছে Cubic Centimeters বা ঘণ সেন্টিমিটার। অর্থাৎ কোনকিছুর মাঝে কোনো পদার্থের পরিমাণ এর আয়তন এর হিসেব। বা সহজ কথায় সেই পদার্থ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা মিলিয়ে কতটুকু জায়গা নিচ্ছে তার হিসেব।
মোটরযানের বেলায় এই হিসেবটা হল ইঞ্জিনের সিলিন্ডারের ধারণক্ষমতার হিসেব। অর্থাৎ ইঞ্জিনের যে সিলিন্ডার থাকে, সবকয়টা সিলিন্ডার মিলে ফুয়েল বা ইন্ধনের জন্যে মোট কতখানি জায়গা দিতে পারে তার হিসেব।

মনে করুন একটা ১৫০০ সিসির গাড়ি যার ইঞ্জিন হচ্ছে 4 সিলিন্ডার। মানে হচ্ছে এর ৪টা স্ট্রোকের ৪টা সিলিন্ডার মিলে মোট ১৫০০ কিউবিক বা ঘণ সেন্টিমিটার ফুয়েল টানতে পারে। অর্থাৎ প্রতিটা সিলিন্ডারের প্রতি সাকশনে ফুয়েল টানার ক্ষমতা ১৫০০÷৪ = ৩৭৫ সিসি বা ৩৭৫ Cubic Centimeters । এই হিসেবটা অনেকক্ষেত্রে Air – Fuel এর মিক্সচার এর হিসেবে হয়ে থাকে।